জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪৭

দুনিয়া না ভাঙ্গবে কখন, রোজ কিয়ামত, রোজেই হাশর
মৃত্যু হলেই সব ফুরালো, পড়ে থাকবে খালি পিঞ্জর ।।
নিজের পাল্লা তৈয়ার করে, নিজেই করে অভিনয়
ভঙ্গি করে কৌতুহলে শান্ত হয়ে কয়দিন রয়
আপনি করে জয় পরাজয়, সৃষ্টি হইতে মহাপ্রলয়
সমান সমান খোদা অক্ষয়, ধ্বংস নাই তার চিরন্তর ।।
ছোট বড় নানা রুপে, চতুর্দিকেই তার বিকাশ
সবারই ভিতরে থেকে নিত্য নূতন হয় প্রকাশ
জরা মৃত্যু যৌবন নিয়া, নিজের ইচ্ছায় খেইল পাতিয়া
নির্বিকারে রয় পড়িয়া, ভাব সাগরে ভাবান্তর ।।
এই জীবনের অন্তরালে, যাহা কিছু লোকে কয়
সবেই শুধু সত্যের পথে, থাকতে দেওয়া নানান ভয়
পাঁচেতেই পাঁচ মিশিবে, কারও চিহ্ন নাহি রবে
জালালে কয় মিছা ভবে, ভাবিস কেন আর নিরন্তর ।।