জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৪

যত দেখি বিশ্বমাঝে, সকলই তোমার দান
কী আশ্চর্য মানবদেহ, সৃষ্টিতে প্রধান ।
গয়া কাশী বৃন্দাবনে, শ্রীক্ষেত্র পীঠস্থানে
সাধন করে সিদ্ধাগণে, নিত্য গঙ্গায় করে স্নান ।।
বিলাতে রাজার বাড়ি, পঞ্চম জর্জ, রাণী মেরী
কলিকাতায় কর্মচারী, সেনা সৈন্য নেগাবান ।।
তিন দিকে তিনটি তারে, মিশে বাহাত্তর হাজারে
দিবানিশি শব্দ করে, মাঝখানে রয় খাড়া নিশান ।।
চৌদ্দ পোয়া জমিদারী, পঁচিশ জন তার কর্মচারী
ষোলো জন মালপ্রহরী, ছয়জন আছে দারোয়ান ।।