কোরাণ পড়ো তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের
মিছামিছি মূল্য দিসনে, বাক্স ভরা কেতাবের ।।
কেতাব তোমার কালির লেখা, চক্ষু বিনে যায়না দেখা
অন্ধ হয়ে রইলে একা, মানুষ থুইয়া পিরিতের
নামের লিঙ্গ প্রেমের যোনি, সঙ্গমেতে হয় যে শুনি
গায়েবি এলেম লোধুনী, দস্তে দৌলত রহমতের ।।
না করিলে নিশান সই, গুলি তুমি ছাড়বে কই
ধরবে কীসে পাখি ঐ, বারুদ নষ্ট বন্দুকের
পেশানিতে তালাশিয়া, লও তোমার মানুষ চিনিয়া
মানুষেই গোপন হইয়া, ছিলো আগে চারকারের ।।
জালালে কয় কথা মান, প্রাণেতে মিশাইয়া প্রাণ
ফয়েজ তাহার টেনে আন, পরদা তুলে শরমের
মীমের পরদা উঠাইলে, জাতের সঙ্গে ছিফাত মিলে
নিষেধ আছে দলিলে, এসব কথা বাতিনের ।।