অতৃপ্ত আশায় ঘুরিয়ে সদায়
অস্তিত্ববিহীন মানবের মন ।।
কবে কার কিবা হয়, না আছে নিশ্চয়
একজনের হাতে বাধা জীবন মরণ
তবু আমার আমার নিত্যই ভাবিয়ে সার
পুষেছো হৃদয়মাঝে কত আকিঞ্চন ।।
করে মিছা মন্ত্রণা সহিছো যন্ত্রণা
ভবদুঃখ তাই তোর হয়না বারণ
ঘুরাইলে ঘোরো, বুঝিতে না পারো
কলুর বলদের মতো সারাটি জীবন ।।
পলকে সর্বস্ব নাশ, মিছা পরবাস
ঝংকারে নাচো, পুতুল যেমন
মায়া বেড়ি লইয়া, তিমিরে ডুবিয়া
রয়েছে ভুলিয়া জালালের মন ।।