দিনে দিনে শক্ত করে বন্দী হলেম মায়াজালে
পিঞ্জর হতে পারলামনা আর ছুটতে, কোনো কৌশলে ।।
খেইল দিয়াছে সাঁই দয়াময়, খেলিতে তাই ইচ্ছা হয়
অমনি এসে রিপু ছয়, ফেলিয়া যায় গোলমালে ।।
পারে উঠবো আশা করি, উঠিতে পড়িয়া মরি
বিপদকালে পাইনা তরী, ভাসতে থাকি অকূলে ।।
এমনি রঙ্গলীলার ফেরে, পৃথিবীতে সবাই ঘোরে
রাজ্য সম্পদ তুচ্ছ করে, বাস করে কেউ বন জঙ্গলে ।।
সারা জীবন ভেবে মনে, জালাল উদ্দীন রাত্রদিনে
এক দুই তিন গুণে চলেছে, এবার ফাঁক তালে ।।