জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৭

সপ্ত রাগিণী বাজে তপ্ত হিয়ার, জানি না কোন গোপনে
কে যেন তার কাছে সদা বসে আছে, শুনিছে ধ্বনি নিরজনে ।।
নাহি তার লোভ লালসা, বাসনা কামনা, নিবৃত্তি সংশয়
সুখে নয় সুখি, দুঃখে নয় দুঃখি, এমন পাষাণ হৃদয়
শুধু আছে ঐ কাজে, যেথায় বাঁশি বাজে
গাইতে জানেনা রাগিণী বোঝেনা, মুর্চ্ছা না হয় তবু ক্ষণে ক্ষণে
আমি যে ডাকি কথা শোনে না, বোঝেনা মরমে বেদনা কত
হিসাব না রাখে কেন আমাকে, এনে কষ্ট দিলো যে এত
বুঝিলাম এ মিছা ফাঁকি, আর কতকাল বসে থাকি
জালাল উদ্দিন বলে, মরণের কালে, পাই যেন তারে সুখ মিলনে ।।