জানিনা বুঝিনা কিছু আমি হইলাম কেমনে
এই দেহটি হইবার আগে, ছিলাম তখন কোনখানে ।।
ঐ যে বাতাস আসে যায়, জীবন বদ্ধ তার ক্ষমতায়
মরা দেহ কেউ নাহি চায়, লইয়া চলে শ্মশানে
যে বাতাসে পাতা নড়ে, তাই কি আসলো জীবের ঘরে
যদি কেহ বলে মোরে, বিশ্বাস একটু হয়না প্রাণে ।।
সমুদ্রে ডাকিলে বান, বাড়ি ভাঙ্গে ঝড় তুফান
সে সব নয় মানুষের প্রাণ, বুঝিতেছি অনুমানে
গরমে হয় তার উৎপত্তি, ধরে নেয় প্রচণ্ড গতি
গাছপালা শতাশতি, ভেঙ্গে যায় গহন বনে ।।
আমি হইলাম কোন বাতাস, নিঃশ্বাসের নাহি বিশ্বাস
রাত্রদিবা নাই অবকাশ, কেবল উপরে নীচেই টানে
কি জন্য এই টানাটানি, সেই কথাটি বলো শুনি
জালালে কয় তত্বজ্ঞানী ঠেকলো কত এইখানে ।।