মরিলে যেন পাই গো তারে
সারাটা দুনিয়া দেখিলাম খুজিয়া, ভিখারি সাজিয়া দ্বারে দ্বারে ।।
শুনেছি কানে, না দেখি নয়নে, আসমান যমীনে সদায় ঘুরে
বাঁশিটি বাজায়, হাসায় আর কাঁদায়, তালাশে লুকায় ছলনা করে
শুয়ে মোর বিছানায়, সঙ্গেতে ঘুমায়, ঘুমাইলে জাগায় আদর কইরে
পিপাসার জল সহায় সম্বল, চঞ্চল পাখি বদ্ধ পিঞ্জরে ।।
কহে জালালউদ্দী, কিবা অপরাধী, জনম অবধি কাঁদি উচ্চস্বরে
হয়েছি হারা জীয়ন্তে মরা, ধরা না দিলো কেবল আমারে ।।