জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫২

কার কাছে বলিবো গো, এসব কথা বুঝিতে
সারা জীবন গেলো আমার খুজিতে খুজিতে গো ।।
আসমানেতে বীজ বুনিয়া, চাষ করে খায় লোকে
স্ত্রীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইবো কোন মুখে গো ।।
দাদা রইলো দিদির পেটে, খুড়ায় কথা কয়
সেই সময়ে সন্তানের বয়স, ছয়টি বৎসর হয় গো ।।
এক গাছের ফলেতে জন্ম, অন্যেতে ফুল ধরে
এক জীবের মার্গে দিয়া, অন্যে আহার করে গো ।।
চিনি হইতে চিরতা মিষ্টি, খাইতে যদি জানে
জালালে কয় ভাবের কথা, বুঝিও সন্ধানে গো ।।