রং মাখিয়া ভূত সাজিয়া, ঘুরছে দশ চক্রের ফেরে
ভগবানের তাড়ায় সত্য, চলে গেলো দেশটা ছেড়ে ।।
নাই কেহ নাই আসল ঘরে, বিবাদ বাধায় পরস্পরে
মরণ কারা বরণ করে, সাধু রয় সব তলে পড়ে ।।
গরিবের এই ধন ভাণ্ডার, আজ যাহা তার অধিকার
বোচকি নিয়া যাহার তাহার, ভাগ বাটুরা নিচ্ছে করে ।।
অশান্তির এই জীবন মাঠে, চলতে হইলো চোরের হাটে
উচিত কথা বললে পরে, যখন তখন জেলে ভরে ।।
ইতর ভদ্র নাহি বিচার, চলছে এই কী ঘোর অবিচার
চোর ডাকাইতে দিনে আবার, নিতে আছে প্রাণে মেরে ।।
হায়রে, শান্তি আর নাই দেশে, সব গেলো সাগরে ভেসে
না জানি কার কি হয় শেষে, অস্থিরতা রয় অন্তরে ।।