জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৯৯

পার করো গহীন গাঙ্গের পাড়ি
মা বাপে দিয়াছে রে বিদায়, এই দেশে দরদী নাই আমারই ।।
আগে যদি জানতাম তারা দেয়না কানাকড়ি
তবে কি আর ভূতের বেগার, আমি খেটে মরি রে
গহীন গাঙ্গের পাড়ি ।।
সঙ্গে ছিলো রঙ্গের সাথী, পুত্র কন্যা নারী
আজ অবধি সব বিবাদী, করলো দেশান্তরী রে
গহীন গাঙ্গের পাড়ি ।।
মুই কারোনা, মোর কেহ নয়, মিছা কেদে মরি
ঘোর নিদানে পার করিতে, নিজে হও কাণ্ডারী রে
গহীন গাঙ্গের পাড়ি ।।