আধারের মাঝে ঘুরিয়ে বেড়াই, নেও না মোরে তালাশিয়ে
নূরানী জ্যোতি পন্থ দেখায়ে দেওনা একবার আসিয়ে ।।
রহমত কুদরতে, পারি কোনো মতে, বুঝিতে কিছু মেহেরবাণী
না মিলে দিদার, খুজিলে সংসার
লা শরিক লানতারানি
রাখো মারো যা করো তুমি
তোয়াক্কা দিয়েছি আমি
আপন ছেফাতে, ইছমে জাতে
আগেই উঠেছো ফুটিয়ে ।।
সেই ফোটা ধ্বনি জাগিছে আপনি, আগুন মাটি জল পবনে
স্বর্ণ লতিকায়, বিহঙ্গের গায়
মলয় হাওয়ায় গগনে
নামটি লিখেছে অন্তহীন
শানে জাল্লো, রব্বেল আলামিন
আপন স্বভাবে জালাল উদ্দিন ভাবে
ওঠ না একবার হাসিয়ে ।।