জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯৭

অচেনা এক পাখি আমার, এসে মাটির পিঞ্জরায়
দু দিন ঘরে বিরাজ করে, কোন সুদূরে উড়ে যায় ।।
হাওয়া মাটি আগুন জলে, সন্ধান না তার পাওয়া যায়
দৌড়াইয়া দমের ঘোড়া, নিঃশ্বাসেতে আসে যায়
বিশ্বাসেতে পড়ে থাকলে, সে পাখিরে পাওয়া যায় ।।
সেই পাখিটা পুরুষ সেজে, ফুলে ফুলে মধু খায়
ভোরের হাওয়ায় সুরের টানে, দিল দরিয়ায় ঢেউ খেলায়
কেউ তাহারে পেতে চাইলে লুকোচুরির পথ ভুলায় ।।
জালাল উদ্দীন রইলো বসে, পাখি ধরার ফাঁদ পাতি
উজান ভাটার খেয়ার তালে, দিনরাত সে রয় মাতি
ভাবনায় অঙ্গ ঝুরু ঝুরু, কখন সে বনে পালায় ।।