জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫৫

তুমি সত্য পরম তত্ব, হে মহাকাল, হে মহাকাশ
এই লীলার কমল ফুটলো সকল, তোমার মাঝেই তোমার প্রকাশ ।।
যত গ্রহ তারা জীব জানোয়ার
আগুন পানে আলো আঁধার
সবই তুমি সবই তোমার
যাদূকরী খেলায় সাবাস ।।
যে বাগানে ফুটে কুসুম
বাধা তাতেই ফুলের মরসুম
গলে আবার মাটিরই মোম
হয় যে নতুন আলোর বিকাশ ।।
অন্তবিহীন শূণ্য সময়
নাই যে কোনো গোড়ায় নিশ্চয়
বলতে পরম জালালে কয়
হবে যেথায় শেষের নিকাশ ।।