কইরে পামর এজিদ শিমার
প্রাণভয়ে কি আজ পলাইলে ?
নয়নেতে আগুন ওঠে, বক্ষ ভরা ক্রোধ
ছুটেছি আজ মহরমে, নিতে প্রতিশোধ
শার্দুল সমান হয়ে বলীয়ান
বের হয়েছি দলে দলে ।।
আছি যত জগতবাসী, ইসলামেরই প্রাণ
সবারই ভিতরে আজি লাগে বিষের বাণ
করলে কি বেঈমান মন্ত্রী মারোয়ান
রুপ চেয়ে বিষ খাওয়াইলে ।।
রঞ্জিত কলেবর, তপ্ত তাজা রুধিরে
ব্যাকুল আবেগে কাশেম কহে জননীরে
আঁধারে আলোক সখিনার মুখ
দেখাও একবার যেতেম চলে ।।
দুগ্ধপোষ্য শিশুরে হায়, জনমের মতন
জল না দিয়ে করে দিলে, বক্ষ বিদারণ
মর্মভেদী আর্তনাদ, সখিনার সাধ
চিরতরেই রেখে দিলে ।।
মর্মাহত হুসেনেরে অবসন্ন দেখে
চোরের মত বধিলে কেন পিছন থেকে
তুচ্ছ অর্থের লোভে, পাপেতে ডুবে
শির কেটে জগত কাদাইলে ।।
হারেস পত্নী দিয়ে গেলো প্রেমের পরিচয়
রক্ষিতে নবীন শিশু, মোসলেম পুত্রদ্বয়
দারা পুত্র নিয়ে, আপনি মরিয়ে
ধন্য হইলো আজ ভূমণ্ডলে ।।
এমন সুহৃদ সঙ্গ যদি না পাইলাম
কলি যুগে কেন এসে জন্ম লইলাম
জালালে কয় চরণ আশ্রয়
পাই যেন গো পরকালে ।।