জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৮

মারেফত বিচার করো, বসিয়ে শরীয়তের কোলে
ষাইট হাজার গোপনের কথা নিষেধ করেছেন রাছুলে ।।
শরীয়তে নামাজ রোজা, এবাদতের রাস্তা সোজা
মারেফতে আলী মর্তুজা, মধু খেয়ে গেছেন ফুলে ।।
শরীয়তে নাও সাজাইয়া, তরিকতে মাল ভরিয়া
হক সাহেবের হাটে গিয়া, দেও মারফতের পাল্লায় তুলে ।।
হাওয়া মাটি আগুন পানি, তাদের কি খোদা মানি ?
দশ দিকেতে টানাটানি, পড়ে মস্ত কথার ভুলে ।।
কানে কানের কথা শুনে, সন্দেহ লেগেছে প্রাণে
লেখা কথায় গাই কেমনে, কোন কথা রয়েছে মূলে ।।
লেখা ছেড়ে দেখা বিচার, করলেই বুঝবে সারাসার
জালাল না পেয়ে কিনার, পড়িতেছে বিষম গোলে ।।