তোমার মতো দয়াল ভবে নাই
দয়া গুণ আছে বলে, তোমার কাছে দয়া চাই ।।
মজিয়া তোমারই প্রেমে প্রাণটি কোরবান করতে চাই
জন্মাবধি সবাই বাদী, কোনো জায়গায় পাইনা ঠাই
তুমি যারে দয়া করো, নিকাশের ভয় তাহার নাই ।।
গুপ্তধনের অধিকারী, গোপনে বাজাও সানাই
প্রেম রাজ্যের রাজা হয়ে, ফকীর বেশ ধরেছো তাই
কব্বর হাশর পুলছিরাতে, তরাইয়া লও কানাই ।।
গোলামের দোষ পদে পদে, মনিব যদি ধরে তাই
জাহান্নামে ডুববে তরী, এই গোলামের উপায় নাই
জাগ্রত রয়েছে সদাই, তোমার মধ্যে আলেক সাঁই ।।