জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২০৫

আমি তুমি তুমিই আমি, দুজনার এক পরিচয়
শাস্ত্র পড়ে আমার জানা কখন কিন্তু নাহি হয় ।।
প্রেম কালিতে পরাণ আঁকা, স্বভাব নিলে যাবে দেখা
খুজিতে হয় একা একা, দুজনারই কার্য নয় ।।
ছাড়িয়া বিষয় লোভ, দিল দরিয়ায় দিলে ডুব
ভাসিয়া অরুপের রুপ, স্বরুপেতে হবে লয় ।।
দর্পনে যে ভাসে দৃশ্য, সে হয় গুরু, আমি শিষ্য
বিশ্বাস নিতে হয় অবশ্য জটিল তত্ব রহস্যময় ।।
কর্তা কর্মের ঠিক সমাচার, সকলি জানা তাহার
তারেতে মিশাইলে তার, সময়মতো কথা কয় ।।
জালাল কয় সব ঝুটা জেনে, তারেই শুধু লও চিনে
তা না হলে এ জীবনে যাবেনা আর মনের ভয় ।।