পরিচয় আছে তোমার শক্তি, নামের অন্ত নাই
নিরন্তের অনন্ত বলে আমি তোরে ডাকছি সাঁই ।।
দুনিয়া তোর ভোজের বাজি, নিজে রাজা নিজেই কাজী
আপনি তরী আপনি মাঝি, সোজাসুজি বুঝি তাই
আব আতস আর খাক বাত নূরে, এ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে
থেকে সবার হৃদয়পুরে, প্রেমেতে খেলিছো লাই ।।
ছিলাম আমি তোমার কোলে, তুমিই দিছো দূরে ফেলে
গিয়েছি তাই পন্থ ভুলে, ঘোরাফেরায় দিন কাটাই
যখন যাহা বলছি আমি, মনে করি শুনছো তুমি
কোথায় তুমি কই বা আমি, কিছুই যে আর ঠিক না পাই ।।
বেছুরত বেনিয়াত হলে, গোনর বাইরে চলে গেলে
একের আগে শূণ্য রইলে, গুণতে গেলে তুমি নাই
বহু রুপে রুপ মিশাইয়া, গিয়েছো আজ হারাইয়া
জালাল উদ্দীন কয় ভাবিয়া, শান্তি দয়া ভিক্ষা চাই ।।