জীবন ভরিয়া যতন করিয়া
পুষেছি এক জংলি পাখি, জীবন ভরিয়া ।।
জানিনা ঐ কালো পাখি আগে ছিলো কার
নাম শুনিয়া কাগা ময়না, হলেম তাবেদার
যত্ন নিতে আহার দিতে, নিকটে তার পড়ে থাকি ।।
কর্মফলের মূল্য দিয়া পাখি কিনতে হয়
তাহলে তার কাছে কয়দিন বন্দির ভাবে রয়
মিশেনা সে কারো সনে, ছটফটি ভাব চঞ্চল আখি ।।
চৌদ্দ তলার পিঞ্জরেতে উপরে তার আসন
নীচের দিকে নেমে আসে মনে লয় যখন
ডিম পাড়িয়া যায় উড়িয়া, তা দেওয়া রাখিয়া বাকী ।।
চৌরাশি ক্রোশ ভেদ করিয়া নদী একটি আছে
সেই পাড়েতে পাখির বাসা, হাজরা বাগের কাছে
আপন বংশ রাজহংস, গলা ভাঙ্গছে তারে ডাকি ।।
সংসার জুড়ে ঐ পাখির জাত, নামে অধর চান
ধরবার আশে যোগী ঋষি রাস্তায় পাতে ফান
জালাল বলে ভূমণ্ডলে কত নামেই আমরা ডাকি ।।