জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২২৫

কারণ ছেড়ে কর্ম হয়না, সকলেরই আছে জানা
ভালো মন্দ যত কাজ করাইতেছেন সাঁই ।।
পূর্ব উপার্জন লইয়া, নিয়তই ঘুরিয়া
বারে বারে আসিয়া কষ্ট পেয়ে যাই ।।
স্বকর্ম লক্ষ্য করে, সারাটা জীবন ভরে
ভাবনা সাগরে ভাসিয়া বেড়াই ।।
শূণ্যাকৃতি নিরাকারে, ব্যাপ্ত বিশ্ব চরাচরে
শক্তি সাগরে ডুবে খেলিতেছে লাই
আত্মসংযমের বলে, আপনাকে চিনিলে
আসা যাওয়া ভূমণ্ডলে আর হবে নাই ।।
একই যদি সবার গোড়া, আছে থাকবে স্বীকার করা
আদি অন্ত একই তবে, যত দেখে যাই
তারই হাতে ডুরি নিয়া, দিচ্ছে ঘুরি উড়াইয়া
সুতা টানলে গোত্তা খাইয়া মাটিতে মিশাই ।।