ও মন তালাশ করো তারে
যার তরে ভজনা করো, থাকিতে এই সংসারে ।।
করিলে নামাজ বন্দেগী, সর্ব অঙ্গ হবে নেকী
বিনয়ে ডাকিছে খাকি, আয়রে আমার ঘরে
খাক যাবে খাকে মিশে, বাত যাইবে উড়ে
আতসে আব জ্বালাইবে, রুহু মিশবে শূণ্যাকারে ।।
কেহ যদি হজ্জ করিবা, দেখবে আপন ঘরে কাবা
অতিশয় মনোলোভা, দিল দরিয়ার পাড়ে
ঘরের ভিতর ছয় মদিনা, কেন যাও মন দূরে
চোখ মুদিয়া চেয়ে দেখ, ফেরেশতায় সেজদা করে ।।
জালালে কয় শুভ বাণী, আবে হায়াতের পানি
দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে
শারাবান তহুরা খাইলে যাবে অমরপুরে
একটি রোজা একবার নামাজ, করিলেই আদমের সারে ।।