ভুবনের ঘাটে ঘাটে ফিরে আমার ভেলা
ও গরজি, কোন গরজে, এ তোর নিঠুর খেলা ।।
বাহিরে রং লেগেছে, সঙ সেজেছে সবখানে
গ্রহ তারার চোখ জেগেছে, আঁধার গেছে কার টানে
ভিতরে হাইতনা তাওয়ার দূর গগনে যায় বেলা ।।
কী কঠিন পার ঘাটা ভাই, দাড় ঘাটা নাই
মার হাটাতে মার খাওয়া
চারিদিকে ঘন আঁধার গোলক ধাধার
জটিল গোলের তার ছাওয়া ।।
তাই গান দিয়ে আর সুর দিয়ে আর মান দিয়ে
সাগর মুখে জাগর সুখে, ভাঙ্গা নৌকা যাই নিয়ে
ঢেউয়ের দোলায় দোল খেয়ে হায়, শেষ করি এই ভব মেলা ।।