জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৮৫

নিঠুর বন্ধের দেখা পাইতে আছে কয়দিন বাকী রে
পাইতে আমার মন চোরারে
যার পীরিতের আগুনে সুর, অন্তর হইলো পোড়া রে ।।
কাঞ্চা নারী কূলের বধু, নূতন যৌবন, ঘৃত মধু গো
কটরার ধন করে যতন, আর কতকাল রাখি রে ।।
সরল প্রাণের ভালোরে বাসা, রইয়া গেলো কতই আশা গো
মরিলে যদি মনে রাখে, দেউকনা আমায় ফাকি রে ।।
বেশীদিনের আশা আর নাই, কোনদিন বা ছাড়িয়া যাই গো
জীবনে যন্ত্রণা হইলো, ঘরে কেমনে থাকি রে ।।
কণ্ঠাগত হইলো পরাণি, জাত কূল মান গেলো জোয়ানী গো
তার লাগি কেঁদে আমার অন্ধ হইলো দুই আঁখি রে ।।