এইখানে ঐ তরুমূলে, মন মানুষের কুতূহলে
দিন কয়েকটা কাটাইলে, তাই তো হবে সুখময় ।।
ধানি রঙ্গের শাড়ি পরা, প্রিয়া যদি রয় পাশে
গাইবে কত নেচে হেসে, আমায় দেখে প্রেম উচ্ছাসে
অন্ধকার সরিয়ে যাবে, প্রণয় সুখে ঘুম আসিবে
নন্দন কানন বন উপবন, নির্জনে আসবেনা ভয় ।।
দেখবো নূতন গোলাপ গাছের ফুলের মুখপানে চেয়ে
অধর টিপে হাসবে কত, গন্ধে সকল বাতাস ছেয়ে
সে বললে ঐ ধরার বুকে, ফুটেছি আমি মনের সুখে
রবির কিরণ জ্যোৎস্নালোকে, দিবে রুপের পরিচয় ।।
যে ভাবিছে এই দুনিয়ায়, রাজ্য সুখেই ভোগের শেষ
সেই চলে যায় দুদিন পরে, হয়ে অতি নিরুদ্দেশ
কোথায় কেমনে লয় ঠিকানা, খবর একটু পাওয়া যায়না
জালালে সেই চিন্তা ভাবনা, করতে আছে সবসময় ।।