দিতে ভবে পাড়ি, পেলেন দেহতরী
সুজন কাণ্ডারী তুমি গিয়েছে জানা ।।
নইলে কি এমন করে জননীর উদরে
মহা অন্ধকারে আর থাকতে দিলেনা
পার করিলে ত্রিবেণী, সে দিন হতে জানি
পঁচা কাষ্ঠের তরীখানি হয়েছে সোনা ।।
আসিয়াছো যখন নিয়ে রাঙা চরণ
জীবনে মরণে আর সঙ্গ ছেড়োনা
ছুটিলে তুফান ভারি, সামালিয়া নিও তরী
উজানি নগরে যেতে রেখে বাসনা ।।
পড়িয়া বিপাকে, ডোবে লাখে লাখে
বিবাদী সব ঘরে থেকে ঘটায় যন্ত্রণা
হালের বৈঠা লইয়া প্রহরী সাজিয়া
কাঙালের ধন যত্ন নিও, ফাঁকি দিওনা ।।
অকূলের কিনার ঘেষে, চলছে সিদ্ধের দেশে
রঙ্গরসে যাই ভেসে আমরা দুজনা
কহে জালালদ্দী, কবে পাড়ি দিবো নদী
বিপাকে ঘুরাইলে বিধি, করে ছলনা ।।