মন তুই দেখ গিয়া নিজের ঘরে
উঘার তলে কুনি ব্যাঙে সাপ ধরিয়া আহার করে ।।
কী বলবো আচানক কথা, বেঙ্গির নাহি মুণ্ড মাথা
বুকের নীচে খোদে গাতা, জিহ্বা রয় উপরে
সাপের লাল বেঙ্গির গর্তে যখন গিয়া ছাড়ে
সেই যে বেঙ্গি, নালী ঠেঙ্গি, চিবাইয়া সব হজম করে ।।
সাপে যখন ফণা ধরে, বেঙ্গি তখন আসে ধারে
এরে দেইখ্যা পাতাল রাণী গাল ফুলাইয়া মরে
লাফ দিয়া সে সাঁপকে ধরে, নিতে চায় তার জোরে
ফণির মাথায় মণি দেখিয়াই, পরশমণি খসিয়া পড়ে ।।
বেঙ্গি তখন পরশ পায়, নীরবেতে দিন কাটায়
যত্নেতে এক বাচ্চ উঠায় দশ মাসের পরে
ছোট জানোয়ার কত জুরুয়ার, বলবো কী সংসারে
সৃষ্টি স্থিতি প্রলয় কাণ্ড, সকলই সে করতে পারে ।।
এক লাল হয় সাত রাজার ধন, যে করেছে উপার্জন
চৌদ্দ পুরুষ হয় মহাজন, বসে খায় তার ঘরে
লাল তালাশে গিয়া জালাল, কিছুই পাইলো নারে
হইয়া গেলো মানুষ রতন, হাত করলো যে বেঙ্গিটারে ।।