জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৯১

চোখ থাকিতে হইলে কানা, ওরে আমার অবুঝ মন
কাছে দিয়ে সদায় ঘুরে, পাওনা তবু দরশন ।।
মায়া মোহের বিষম ধাধা, সাজিয়াছো ধোপার গাধা
রুপ রসের দড়িতে বাধা, ঘুরতেছো তাই সর্বক্ষণ ।।
মহাঘুমের অঘোর ঘোরে, মায়ানিদ্রায় ধরছে তোরে
থাকতে সুখে মরলে পরে, করগে তাহার আয়োজন ।।
কেটে নেও মায়া বেড়ী, হয়ে গেলো বহুত দেরী
আঁধার ঘরে সোনার পুরী, ভুগতে হবে জ্বালাতন ।।
হৃদয়পুরের অধিবাসী, প্রাণের ভিতর বাজায় বাঁশি
সার করেছে কান্না হাসি, দেখে যত মিথ্যা স্বপন ।।
জালালে কয় ভুল ভাঙ্গিয়া, ওঠো এইবার লাফ মারিয়া
নইলে পড়ো ঘুমাইয়া, চিরনিদ্রায় জন্মের মতন ।।
আর নাহি জাগিও হেথা, বলে দিলাম সত্য কথা
ছেড়ে যত লোক মমতা, মালিকের নাম রাখো স্মরণ ।।