কাঙাল বলে হলোনা আর তোমার পূজার আয়োজন
নাই কিছু মোর এ সংসারে, খুজে দেখলাম সারা জীবন ।।
তোমার অন্ন তোমার জল, তোমার পুষ্প তোমারই ফল
মনটাই শুধু আমার কেবল, মাখা ময়লা আবর্জনা ।।
অনুরাগ সলিতা নাই, জ্ঞানের বাতি কীসে জ্বালাই
শ্রদ্ধা ধ্যানে ধূপ লোবানে, হইলোনা আর ভজন সাধন ।।
করলে যেদিন ছাড়াছাড়ি, বাধতে এলেম বাসাবাড়ি
জঙ্গল কেটে জনম গেলো, পাইলামনা ভক্তি চন্দন ।।
খোল করতাল শঙ্খ সানাই, তাল না জেনে কেমনে বাজাই ?
ঘরেতে বিবাদী দৌড়াই, ধরতে নাহি পাই কখন ।।
হৃদয় আমার শক্তিহীন, ভেবে কয় জালাল উদ্দীন
তোমার আশায় গেলোরে দিন, অন্তিমকালে চাই চরণ ।।