তোমার পথ রুধিয়ে রইলাম খোদা, এবার দেখি যাও কোথায়
দুনিয়াই লইয়া জাল পাতিয়া, প্যাচ লেগেছে আউলা সুতায় ।।
খেলতে আইলে আতসবাজি, সঙ্গে লইয়া বেহুশিয়ার
চৌদিকেতে আগুন দিয়া পুরী করলে ছারখার
যেতে হবে নদীর ওপার, আসতে আর না দিবো হেথায় ।।
তোমার সেনা সৈন্য যুদ্ধ করে, মারা পড়ে গেছে সব
কবরখানায় ঐ শোনা যায়, লক্ষ লোকের কলরব
শক্তিশূণ্য সবেই নীরব, কানছে বসে, হায়রে হায় ।।
আপনার তালে নেচে গাইলাম, জীবন ভরে আনন্দ
মাতাল বৈতাল সত্য আমি, আস্ত এক পাগলের ছন্দ
লোকে বলে বলুক মন্দ, তাতে কিবা আসে যায় ।।
হুড়াহুড়ি গড়াগড়ি, করবো আমি তোর সাথে
ভালবেসে হেসে হেসে, বসে খাবো এক পাতে
জালালে কয় দিনে রাইতে, ধরে রাখবো তোর গলায় ।।