জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৯৭

মিছে ভবের মায়ায় ভুলে, মন তোমার আর হুশ হইলোনা
কয়বার এসে কয়বার গেলে, আসা যাওয়া দূর করলেনা ।।
পড়েছো চৌরাশির ফেরে, ঘুরিতেছো অন্ধকারে
কবে যাবে সাগর পাড়ে, হিসাব ধরে দেখলে না ।।
নেশার ধুমে মাতাল রইলে, দিনে দিনে সব খোয়াইলে
একদিন এসে ধরবে কালে, বিনয় করলেও ছাড়বে না ।।
নিকাশের পড়েছে বাকী, খাটবেনা আর ফাকিঝুকি
কারে লইয়া থাকবে সুখি, জালাল করছে এই ভাবনা ।।