জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯১

মোল্লার মুখে এ কী শোনা যায়
আল্লা একটা মস্ত মানুষ, কিতাব পড়লেও বুঝা যায় ।।
দামি কাপড়ে পোশাক পরা, সাথে লম্বা তসবি ছড়া
কোরাণ শরীফ হাতে ধরা, দেইখ্যা দেইখ্যা কইয়া যায় ।।
আরশেতে শুইয়া আছে, লাঠি একটা রহে কাছে
সত্তর হাজার খাড়া আছে, কাজ করিতে ফেরেশতায় ।।
দুনিয়া কেয়ামত হয়ে গেলে, যত আছে মাটির তলে
ডাক দিয়া উঠাবে বলে, মোল্লার কাছে শোনা যায় ।।
তার পর বায়তুল্লায় নিয়া, পাল্লার উপর উঠাইয়া
নেকি বদি ওজন দিয়া, ডাইনে বামে ফেলবে তায় ।।
ডাইনে বেহেস্ত, বায়ে দোজখ, মাঝখান দিয়া পাকা সড়ক
কোটি বছর জ্বলতে থাকবে, এক ভাবেতে সেই জায়গায় ।।
তখন আল্লায় করবে কি, বসে বসে আর একাকী
আরশ থুইয়া চলে যাবে, জালাল বলে আর কোথায় ?