প্রেমেতে বান্ধিয়া রাখো, রং বাজারে কুল কামিনী
প্রেমে করো রসের খেলা, থাকতে এই জোয়ানী ।।
আপনার ধন পরকে দিয়ে ঠেকিবে তুই আপনি ।
আতশ হয় রমণীর ফুল, পুরুষ ভোমর ননী
ফুল ফুটিলেই ভ্রমর আসে, হয়ে কত পেরেশানি ।।
আবে হায়াত নদীর মাঝে, খোদাই নূরের নিশানী
কলসির মুখে ঢাকনী দিয়ে, সন্ধানে বান্ধিও পানি ।
চন্দ্রভেদে গিয়ে যারা, পাশ করে লয় চার শ্রেণী
ফেরেশতায় মান্য করে, পীর ফকীরের অমর বাণী ।।
জালাল উদ্দিন ভেবে কয়, সবের জন্য সেই ধন নয়
যার ভাগ্যে আছে সেই পাবে মাতৃমঙ্গল পরশমণি ।।