জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩০

ও আমার দরদী, আগে জানলে
জানলে তোর ভাঙ্গা নায় আর চড়তাম না ।।
ভাঙ্গা নায় আর চড়তামনা গো, দূরের পাড়ি ধরতাম না
নবলাখ বাণিজ্যের বেসাত, এই নায় বোঝাই করতাম না ।।
সোনার নাও, পবনের বৈঠা, ময়ূরপঙ্খী নাওখানা
উতাল দইরার ঢেউ দেখিয়া, ভয়েতে প্রাণ বাঁচেনা ।।
দিগন্ত বাতাসের চোটে, সকল সাগর হইলো ফেনা
মাইঝ খানেতে ডুইব্যা গেলে, উপায় তো আর দেখিনা ।।
উপরে নায়ের ঝিকিমিকি, মাস্তুলে তার তিন টানা
এক দুই করে ছিড়লো জাঙ্ঘা, সেই চিন্তায় আর বাঁচিনা ।।