ঘোর বিপাকে পড়লো তরী, অবেলা এই ভবসাগরে
মরণের ভয় কারবা না হয়, দেখিলাম এই জগৎ জুড়ে ।।
বুদ্ধ কল্কি মীন কুর্ম আর নৃসিংহ বামন
রাম বলরাম পরশু মিত্র, দরজায় দশজন
কপাট ছেড়ে যায়গে যখন, শক্তি রয়না এক্কেবারে ।।
মূলাধার হইতে ঢেউ যখন দ্বিদলে আসিলো
ভূতাত্মার বাইছা যত, সবেই সরে গেলো
কুণ্ডলিনী কলঙ্কিনী দিলো পাছার বৈঠা ছেড়ে ।।
দমকা হাওয়া উঠলো তখন, বেলা শেষ করিয়া
জীর্ণ তরীর নাই ভরসা, যাবেইরে তল হইয়া
গুরুর কৃপা হলে, কিনার বাইয়া, কেউ যদি ভাসিতে পারে ।।
শিক্ষাগুরু স্বয়ং কৃষ্ণ, জেনে নিতাম যদি
জন্ম মৃত্যু না হইতো, রোগ শোক আর ব্যাধি
কূল না পেয়ে জালালউদ্দী, দয়াময়ের আশাই যে করে ।।