আমি না থাকিলে খোদা, তোমার জায়গা ভবে নাই
স্থান না পেয়ে অন্য কোথাও, আমাতে লয়েছো ঠাই ।।
দুনিয়া তোর স্বরুপ ছায়া, আমাতে তোমারই মায়া
ছেড়ে দিলে এসব কায়া, তুমি বলতে কিছু নাই ।।
বাগান থাকলে ফোটে কলি, আগুন থাকলে রহে ছালি
কথায় শুধু ভিন্ন বলি, আসলে এক বুঝতে পাই ।।
অনন্তে হয়েছো অসীম, খুজতে গেলেই ঘোড়ার ডিম
রাধা রহিম কৃষ্ণ করিম, কত নামে ডাকছি তাই ।।
মস্ত বড় প্রেম করেছো, তুমিই আমি হয়ে গেছো
আকারেতে নীল হয়েছো, প্রেমেতে খেলছি লাই ।।
স্বপ্নে দেখি ঘর পুড়ে যায়, চিৎকার করি হায়রে হায়
পলাইয়া বা যাবো কোথায়, দিচ্ছে জালাল তোর দোহাই ।।