জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৬৩

পরমাত্মা রুপে খোদা, আছেরে মন এ বিশ্বময়
খুদি খোদা, মন বেহুদা, দিন থাকতে কর নির্ণয় ।।
পরম যেজন পরব্রহ্ম, নির্গুণে নিরাকার
ব্রহ্ম অণ্ডে প্রতি ভাণ্ডে হইলেন এই সাকার
খুদি খোদার একই আকার, বাতাসে করেছে আশ্রয় ।।
দূর হইতে হয় দূরন্ত, অচিন্ত্য সেই মহাজন
তারই বিন্দু হতে কোটি জীবের হয় গঠন
সম্বন্ধ করেছে স্থাপন, পিতা পুত্র যে ভাবে রয় ।।
সত্ত্ব রজ তম গুণে জীবন শক্তি লইয়া
ভোগ করিতে আইলো দেহে কত রং সাজিয়া
দশ ইন্দ্রিয়ের মাঝে গিয়া, স্বভাব শিক্ষা মায়ার উদয় ।।
তিন মিলিয়া এক শক্তি লয়, নিরাকার কই যারে
তেজ দীপ্তি কমিয়া আইলে, তবেই তো ঘর ছাড়ে
জালাল কি আর আসবে ঘুরে, মানবতার দিতে পরিচয় ?