জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৯৬

এই প্রার্থনা তোমার কাছে, নূতন করে বলবো আর কী
কূল গিয়েছে ভেসে আছি, জন্ম হইতে আজ অবধি ।।
খেটে দেহ করছি মাটি, দূর হইলোনা কান্নাকাটি
চলতে দিলে ভবের ভাটি, কত আশাই মনে রাখি ।।
নিশাতে বেহুশ করে, মালামাল সব নিছো হরে
ফেলে দিয়া আছো দূরে, একলা পড়ে কেমনে থাকি ।।
বিষয় বিষের ফান্দে পড়ে, পারলামনা আর ডাকতে তোরে
কামিনীর কাম সমুদ্দুরে, ডুবে গিয়েই অন্ধ আখি ।।
তৃষ্ণা লইয়া সাগর তীরে, জল খাইবো আশা করে
ঘুরাইলাম এই বালুচরে, মরুভূমে মরবো নাকি ।।
নাম নিয়াই তোর করছি মেলা, ডুবে এখন যায় যে বেলা
সন্ধ্যা হলেই ভাঙ্গবে খেলা, নিকাশ দেওয়া রইবে বাকী ।।
দয়া করে নেওহে কাছে, নয় খোদা নাম হবে মিছে
জালালে দোষ যাই করেছে, সবেই বটে তোর চালাকি ।।