কে তারে খুজিয়ে পাবে, অনন্তে মিশিয়ে যাবে
পঞ্চভূত আত্মা ভবে, যত কিছু হয় ।।
রুপময় যত কায়া, সকলই স্ব রুপের ছায়া
যত ভেল্কি মায়া হয়ে যাবে লয়
নব অনুরাগে আপনা হতে জাগে
কর্মফল এসে ভোগে, দিতে পরিচয় ।।
প্রবল বায়ুর চোটে সাগরে তরঙ্গ ওঠে
লাগিয়ে বিপুল তটে, চিহ্ন নাহি রয়
তুমি আমি সমুদয়, লুপ্ত বিকাশ তেমনি হয়
যোগের সংখ্যা বিয়োগেতে শুধু শূণ্যময় ।।
লীলাময়ের লীলার ফেরে, অখণ্ড ব্রহ্মাণ্ড ঘোরে
অরুপে স্বরুপে শুধু, একই দয়াময়
জালাল উদ্দিন বলে, এবার চলে গেলে
বাহ্য লীলা আর যেন দেখিতে না হয় ।।