জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৯০

ও মন, চিনলেনা তুই পরম পুরুষ, পর ব্রহ্ম কয় বা কারে
মায়ার মোহে দিন কাটাইলে, মাতিয়া ঘোর অনাচারে ।।
বহুজন্ম ভ্রমণ করে কর্মফলের তাড়ায়
আসিলে তুই মানুষ হইয়া এই যে দুনিয়ায়
ভুলে রইলে কামের নিশায়, মন মাতালের সঙ্গ ধরে ।।
মণিপুরের আত্মারাম তোর সঙ্গের সাথী হলো
শতদলে মনকে তোমার ঘুরাইয়া যে নিলো
যার বাধ্য সে না হইলে, শেষকালে আর পারবি নারে ।।
দুধের সনে দুধ মিশাওগে, জলের সঙ্গে জল
পরমেতে জীব মিশাইয়া, হয়ে যাও নির্মল
কামনা তোর হইবে সফল, সাধন পথে ধরগে তারে ।।
সন্ধ্যা পূজায় কি হইবে, কি করিবে তোর ধ্যানে
সকলই নিস্ফল যদি পরমকে না জানে
আসা যাওয়া অকারণে, ঘুরছে জালাল ভুলে পড়ে ।।