জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩১০

মনে লয় যা, করো খোদা, সকলই তোমার
তোমাতে দিয়াছি আমি সব কাজে দুনিয়ার ভার ।।
নামাজ রোজায় শান্তি দেয়না, মনে চাহে ফকীরি
লম্বা চুলে নাচ গজলে, হালকা জিকির হুজুরী
বহুদিন করিলাম গত, মন রহিলো আগের মত
ভাবনা চিন্তা করে কত, চৌদিক দেখি অন্ধকার ।।
দরবেশী পাওয়ার আশে, নিলাম পীরের উপদেশ
তসবি টেনে চিল্লা লয়ে শরীর করলাম শেষ
ছাড়িয়া মুখের রাও, রাইখা সদায় খড়ম পাও
হাতে দশপাঞ্জা দাও, নেওয়া দেওয়া ইশারায় ।।
জেতা মানুষ গোরে গেলাম, মাথায় হইলো জটা
গাতের ইন্দুর ভিতরেতে, ক্ষান্ত দেয়না ভূই কাটা
কেবল টাকা পয়সা চায়, একের ঘরে নাহি যায়
ফন্দিবাজী বে লেহাজী, মন তালাশে অনিবার ।।
কাপড় থুইয়া কাঁথা পড়ন, লেংটা হইলাম বাবাজি
চোরের নায়ে সাউধের নিশান, ভেকে ভিক্ষার কারসাজি
মন চলেনা জঙ্গল বনে, খাবার মজা স্বার্থ টানে
দর হলোনা এ জীবনে, জরু জমি আমার আমার ।।
চন্দ্র সাধন করে যখন চেহারাখান হয় পশর
লোকের কাছে পাওয়া যায়, অল্প কিছু ভক্তি আদর
পত্র ছিড়ে তাবিজ দিলে, দশে দুই তিন কাজে ফলে
জালাল উদ্দীন দেখে বলে, ভিতরেতে নাইরে সার ।।