পাগলা ঘোড়ায় দৌড়িতেছে আমারই হৃদয়পুরে
এক মূহূর্ত বিশ্রাম নাহি, কে হয় সওয়ার তার উপরে ।।
না পেয়ে পথের দিশে, ছুটিয়াছে উর্দ্ধশ্বাসে
ভয় পেয়ে রই কোনে বসে, শব্দ শুনি কেমন দৌড়ে ।।
কদমে যায় দুলকি দৌড়ায়, ছাতকেও না নাগাল পায়
কখন সে ঘুরিয়া বেড়ায়, পাশ কাটিয়া রাস্তা ছেড়ে ।।
জিন গদ্দি খুব শক্ত কষে, বাজায় বাঁশি মাথায় বসে
মনুরা যায় তারই পাশে, বাধা থেকে লম্বা ডোরে ।।
সন্ধ্যা হয়ে আসলে আধার, ঘোড়া চলে যায়না সওয়ার
জালালে কয় খুজিসনা আর, লাগ পাবিনা অনেক দূরে ।।