জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৩১

পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার
পাপ করেনাই জন্মে যেজন, ভাগী নয় সে করুণার ।।
পাপ না হলে মাফ করবে কি, তখতে তোমার বসিয়া
মাফ না দিলে রহমানি নাম যাইবে তোমার মুছিয়া
পূণ্য করে কাজ কি আছে, তোর কাছে হাত পাতিবার ?
দুর্বলেরই বন্ধু তুমি, সবলের তো কিছুই না
প্রবল তোরে জনম ভরে, একদিন মনে করেনা
অধম জেনে নেওহে টেনে, খুলে তোমার রুদ্ধদ্বার ।।
কোথা হতে কেমনে চলে এলেম আমি জগতে
চেষ্টা করেও পারলামনা আর নিগূঢ় তত্ব বুঝিতে
জীবন গেলো জলের স্রোতে, ভাসতে আছি অনিবার ।।
কোথায় বা রয়েছো তুমি, কোন সাগরের তীরে
হাওয়ায় মিশে বেড়াইতেছো, কোন আকাশ ঘিরে
মৃত্যূ সবার সঙ্গের সাথী, বাতি নিভলেই অন্ধকার ।।
সমাধির পূণ্যগর্ভে দেহ যখন হইবে লীন
আর কি বাকী থাকবে আমার, আসতে ভবে কোনো দিন ?
কাতরে কয় জালাল উদ্দীন, এই খেলা পাতিসনে আর ।।