চির অন্ধকারে যাবে, রং লীলা তোর সাঙ্গ হলে
তামশা কতই দেখা হলো, বসিয়া ঐ রংমহলে ।।
সুতায় ধরে মারলে একটান, লীলাখেলা হয় অবসান
পড়ে থাকবে সুন্দর বাগান, ভরা যত ফুল ফলে
থাকবেনা এই বাহাদূরী, করলে কত ছলচাতুরী
ত্যাজ্য করে সোনার পুরী, শুইতে হবে ঐ মাটির তলে ।।
রাজা বাদশা কতজনে, আসিয়া এই ত্রিভুবনে
রাজ্য বিস্তার করে গেলো, কতই না বাহুবলে
সুলতান মাহমুদ, সেকান্দর শা, কেউ তারা আজ রহিলো না
আছে শুধু নাম ঠিকানা, উপমা দেয় কথার ছলে ।।
লক্ষ হাজার দরবেশ পীর, মজ্জুব দেওয়ানা ফকীর
বীর মহাবীর এই পৃথিবীর, মৃত্যু ডুরি লয় গলে
কারো নাহি জানা ছিলো, টেনে কোথায় নিয়ে গেলো
যতদিন তোর থাকতে হলো, দিন কাটাইসনা বিফলে ।।
উপবাসী থাকতে কেবল মূর্খেরা দেয় উপদেশ
জন্ম তোমার সার্থক করো, জগৎ পিতায় দেয় বলে
ঠিক করে নেও মনপ্রাণ, সামনে আছে ঘোর নিদান
জালালে কয় বিধির বিধান, চলছে সদাই এক তালে ।।