জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৬৫

উপরে স্বর্গ নীচে মর্ত্য, সবেই আমরা মনে করি
মাটির দেশে চলছি হেসে, মাটির তলেই যাবো মরি ।।
উপর দিকে নাই কিছু আর, শুধু একটা শূণ্যময়
এর ভিতরে বেহেশত-দোজখ, কোনো কিছুই হবার নয়
এই অনন্ত শূণ্যই রবে, কোনোকিছু না থাকিবে
চন্দ্র সূর্য তারা সবে, যার তার মতে রইবে পাড়ি ।।
জ্যোতিষের গণনায় ধরে, ভাগ্যচক্র গ্রহের ফেরে
ঘুরিতেছে জন্ম ভরে, তাইতো আমরা বিশ্বাস করি
শুধু মনের কল্পনাতে, পৃথিবীতে সকল জাতে
যার তার শাস্ত্র লইয়া হাতে, বলছে কতই মুখ ভরি ।।
বিধির যাহা আছে বিধান, তাই থাকিবে বিদ্যমান
আমরা করি অনুমান, কল্পনায় সব হিসাব ধরি
আওলিয়া দরবেশ পয়গম্বরে, মরিয়া কেউ কয়না পরে
ভাসিলো কোন সমুদ্দুরে, কোথায় গিয়া লাগলো তরী ।।