জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫৬

ঘুম দিলো চৈতন্য গোসাই, বাইর বাড়ি রংমহল ঘরে
দেখে সবাই তাজ্জব হলো, নাক ডাকিছে উচ্চস্বরে ।।
সপ্ত তালার উপরেতে শুইলো চিতা হইয়া
ডাক দিলে সে জাগেনা আর, বেহুশের ভাব নিয়া
ভক্তগণ সব রইলো চাইয়া, জাগাইতে না সাহস ধরে ।।
কুমতি সুমতি এরা দুই ধারেতেই বসা
কাম রাণী তার পাও টিপিতে, করছে মাজাঘষা
আরাম পেয়ে জ্ঞান হারায়ে, পড়ে আছে দিন দুপুরে ।।
জীবাত্মা রয় নীচের তলায়, পঞ্চভূতকে নিয়া
প্রসাদ লয়ে জালাল এসে দিলো সব বিলাইয়া
আশার আশে দিন কাটাইয়া, সব মানুষ যাইতেছে ফিরে ।।
কুণ্ডলিনী জাগবে যখন পাতালপুরীতে
গোসাই চান্দে গা নাড়িবে, চাইবে পাশ ফিরিতে
আকর্ষণে যোগ মিলিতে ভালবাসা পরস্পরে ।।