দিন দুনিয়া চায় তোমাকে, তুমি রইলে চোখ বুজিয়া
খোদাকে জানিতে হলে তোমায় তুমি লও খুজিয়া ।।
কে পায় কীসের অন্ত আদি, কে পাইবে কার দিশা
দিন ফুরাইলে দল ভাঙ্গিয়া একখানেতে মিলামিশা
মাথার মণি বুকে ধরে, দেশ বিদেশে মরছো ঘুরে
বসেছে জঙ্গল পাহাড়ে দরবেশ অলি চোখ মুদিয়া ।।
মনের ভিতর ছাপা হইলো ভবে যত বেদ কোরাণ
শুদ্ধ হলে সিদ্ধি মিলে, হৃদয়েতে করলে ধ্যান
মসজিদ মন্দির গীর্জা, ছোটবড় রাজা প্রজা
মহামানব এইখানে সব গেলো সত্যের সন্ধান লইয়া ।।
মানুষ চিনে মানুষ ধরো, সত্য একটি কথা শোনো
মানুষে এনেছে কিতাব, কিতাবে আনে নাই মানুষ কোনো
ভাণ্ডেতে বিকাশ জানি, সবের মধ্যেই রয় ইনছানি
খুদি আত্মা রুহু পরাণি, নূর জালালি তেজ মিশিয়া ।।