জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪১৭

বন্ধু কই নারে বেদনা আমার
পীরিতের আগুনে হইলাম পুইড়া ছারখার
বন্ধু কই নারে ।।
বন্ধুরে, কহি যদি মনের দুঃখ, বসে নদীর পার
হায়রে বসে নদীর পার
কথা শুইনে উজান চলে, পানি দরিয়ার ।।
বন্ধুরে, সরল জানিয়া তোরে প্রাণ দিলাম আমার
হায়রে প্রাণ দিলাম আমার
সরলে গরল মিশাইলে, না কইরা বিচার ।।
বন্ধুরে, কান্দিয়া না কূল পাইলাম, কি করিবো আর
হায়রে কি করিবো আর
জালাল বলে দিও দেখা, অন্তিমে আমার ।।