জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৫৫

অভাবের কারণে, ভাব জোটেনা মনে
চিন্তা করে না পাই কুল কিনারা ।।
ধন সম্পদ বলে যখন চমকে ওঠে প্রাণ
নিমিষেতে ভুলে যাই যত ভাবের গান
রয়ে রয়ে কাদিছে প্রাণ, এক্কেবারে বুদ্ধিহারা ।।
নারীলোকের ঘোমটা টানা, দেখলে নয়ন ভরে
কি যেন একটা পাখির মত বুকে ছটফট করে
আঁধারের বাতি শয়নের সাথী, এনে কেউ দেয়না তারা ।।
যাবো বলে বন্ধুর বাড়ি মনে করি তাই
হিসাব করে দেখি আমার ধুতি চাদর নাই
শীত গ্রীষ্ম যায় ছেড়া তেনায়, সম্বল নাইরে কম্বল ছাড়া ।।
রসগোল্লা খেতে কতই মুখে ওঠে জল
শাক ভাত মিলেনা হায়, আলু খাই কেবল
দুঃখে দিন যায়, দেখিনা উপায়, হইয়াছিরে বুদ্ধিহারা ।।