ঘাটে গিয়া বসে থাকো, নয়ন রাখো
প্রেম পদার্থ কবে আসে ।।
যখন আসবে রতন, করিও যতন
নূতন যৌবন আষাঢ় মাসে
নিজের ঘরে থুইয়া ভাণ্ডার, তুই কুলাঙ্গার
ঘুরলে কেবল আশেপাশে ।।
ত্রিবেণীর উজান বাঁকে তিনজন থাকে
তিনটি সোঁতার জলে ভাসে
সময়ে না ধরবি যদি, নিরবধি
মরবি শুধু হা হুতাশে ।।
মদনা চোরা থেকে সঙ্গে কামতরঙ্গে
রাখছে কতই ভোগবিলাসে
স্বভাব করো পরিবর্তন, জন্মের মতন
পীরের সঙ্গ প্রেম বাতাসে ।।
জালালে কয় পাইনা রাস্তা, আসল খাস্তা
তাই দেখিয়া লোকে হাসে
ভবে আমি যার কেহ নই, হয়ে তারই
বেগার খাটি কোন বিশ্বাসে ?